ভিন্ন স্বাদের জুস
পাপায়য়া জুস
উপকরণ
পাকা পেঁপে ২৫০ গ্রাম, সুগার সিরাপ ৩ টেবিল চামচ, বিট লবন ১ চিমটি লেবুর রস ২ চা চামচ, হাজমোলা ২-৩টি গুঁড়া করা বরফকুচি আধাকাপ, পানি ২ গ্লাস।
প্রণালি
ব্লেন্ডারে সমস্ত উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিলেই রেডি পাপায়য়া শরবত।