Skip to content

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

 মানবতা গুমরে মরে

চারিদিকে হতাশা আজ, নেই রে মজলুম নেতা
জনগণের পক্ষে সদা, বলবে হক কথা।

নেতা নেই আজ পাতি নেতায়, দেশটা গেছে ভরে
বাঘা বাঘা ভালো নেতা, গেছে অনেকেই ঝরে।

আদালতে শর্ত দিয়ে, কেউবা থাকে কেবিনে
কেউবা হতাশ বন্দি থাকে, জেলের ঘানি টেনে।

আজব দেশে আজব রীতি, কেউ বা থাকে স্বস্তিতে ।
মানবতা গুমরে মরে, কেউ বা থাকে অস্বস্তিতে।

ফোকলা দাঁতে কেউ বা হাসে, ছড়ায় মিথ্যা বাণী
সত্য বলে মার খেয়ে যায়, সবই কিন্তু জানি।

রাজনৈতিক গ্যাঁড়াকলে, কতদিন থাকবো বন্দি
সমঝোতা করে না কেউ, করে না কেউ সন্ধি।

এভাবে আর যায় না চলা, পড়ছি ভীষণ বাটে
কবে জানি বাক-স্বাধীনতার, সূর্য ডুবে পাটে।

উসকে দিয়ে চেয়ে চেয়ে, দাঁড়িয়ে কেউ দূরে
মরছে আজ মানবতা, কাঁদে করুণ সুরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ