মৌনতার নিমগ্ন চেতনায়
জেল পেন থেকে কালি ঝরছে
গর্ভবতি হচ্ছে নোটবুক
একটি কবিতা প্রসবের যন্ত্রণায়।
কালো কালো অক্ষরে রঙের প্রলেপ
আহা! পরবাসী মন,
ঠোঁটে ঠোঁটে মাখামাখি নাগিন শরীর
ইথারের কম্পনে মায়াবী পরশ।
মধুবানে আছড়ে পড়ে সৈকত মোহনায় ,
অভিসারে নোঙড় করে কবিতার খাতায়
মৌনতার নিমগ্ন চেতনায়।