বিনম্র শ্রদ্ধা মহান নেতা
তুমি যদি না আসতে
এই দেশকে ভালবাসতে
তবে কি ফিরে পেতাম স্বাধীনতা!
তুমি যদি না জাগতে
এই দেশকে ভালো রাখতে
তবে কি ভালো থাকতাম আজও আমরা!
তুমি যদি না চাইতে
জাগ্রত গান গাইতে
তবে কি শহীদ জাগতো সেদিন ওরা!
তোমায় হারানোর শোকে
ব্যথা ভরা এই বুকে
আজো কাঁদে খাঁটি বাঙালি মানুষ।
তোমার এই জন্মদিনে
আমরা চিরঋণে
বিনম্র শ্রদ্ধা জানাই মহান নেতা।