বিশ্বকাপ রঙ্গ
বিশ্বকাপের রঙিন রঙে
ছেঁয়ে গেছে বঙ্গ,
ফুটবলের বড় মাতামাতি
যেন রসের রঙ্গ।
বিদায় নিয়েছে অনেক দল
নয়ন ভরা জলে,
হলুদ কার্ডে কঠোর রেফারি
নির্দয় মন না গলে।
চায়ের কাপেতেও ঝড় তোলে
ফুটবলের কাপটা,
বেজায় কষ্ট হারার পরে
জানে না কেউ মাপটা।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
বিশ্বকাপের রঙিন রঙে
ছেঁয়ে গেছে বঙ্গ,
ফুটবলের বড় মাতামাতি
যেন রসের রঙ্গ।
বিদায় নিয়েছে অনেক দল
নয়ন ভরা জলে,
হলুদ কার্ডে কঠোর রেফারি
নির্দয় মন না গলে।
চায়ের কাপেতেও ঝড় তোলে
ফুটবলের কাপটা,
বেজায় কষ্ট হারার পরে
জানে না কেউ মাপটা।