বাংলা মায়ের ছেলে
শান্ত ছেলে মাকে বলে
পাও কেন ভয়?
যুদ্ধে গিয়ে এনে দিবো
স্বাধীনতার জয়।
অসীম সাহস বুকে নিয়ে
যুদ্ধে যায় চলে
বিজয় নিয়ে আসবো মা'গো
যায় খোকা বলে।
দেশও যেমন মাও তেমন
ভাবে খোকা মনে
খোকার চোখে অশ্রু আসে
বিদায় বেলার ক্ষণে।
এমন খোকা বাংলা মায়ের
ছিল ঘরে ঘরে
তাইতো পাকি বিদায় নিলো
দেশ থেকে চিরতরে।