Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নারী

নারী সে তো মমতাময়ী
মাতৃভূমির মত,
শত কষ্ট বুকে চেপে
চলছে অবিরত।

নারী সে তো অগ্নিমূর্তি
দেবী দুর্গার মত,
অসুরের আসর যেথায়
চলবে আঘাত যত।

নারী সে তো ভালোবাসা
গোলাপ ফুলের মত,
জাতি বাঁচে ধর্ম বাঁচে
তোমার অবদান শত।

নারী সে তো বিশ্বজয়ী
মাদার তেরেসা'র মত
আকাশ পাতাল ত্রিভুবনে
কীর্তি কত শত।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ