নারী
নারী সে তো মমতাময়ী
মাতৃভূমির মত,
শত কষ্ট বুকে চেপে
চলছে অবিরত।
নারী সে তো অগ্নিমূর্তি
দেবী দুর্গার মত,
অসুরের আসর যেথায়
চলবে আঘাত যত।
নারী সে তো ভালোবাসা
গোলাপ ফুলের মত,
জাতি বাঁচে ধর্ম বাঁচে
তোমার অবদান শত।
নারী সে তো বিশ্বজয়ী
মাদার তেরেসা'র মত
আকাশ পাতাল ত্রিভুবনে
কীর্তি কত শত।