কিউকম পেলো ইক্যাবের ই-কমার্স মুভারস এওয়ার্ড
দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম কে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ই-কমার্স মুভারস এওয়ার্ড প্রদান করা হয়।
এই স্বীকৃতি তুলে দেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, কিউকম পক্ষে গ্রহন করেন প্রতিষ্ঠানের সিইও মোঃ রিপন মিয়া।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ই-ক্যাব সেক্রেটারী আবদুল ওয়াহেদ তমাল৷
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ই-ক্যাব করোনাকালীন সময়ে অসামান্য অবদান রেখে ই-কমার্স সেক্টরকে এগিয়ে নেবার স্বীকৃতি হিসেবে ১২ জন ব্যক্তি ও ১০০ টি প্রতিষ্ঠানটি এই সম্মানে ভূষিত করলো।
মোঃ রিপন মিয়া বলেন, " আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইক্যাবের কাছে এমন একটি অর্জনের স্বীকৃতি দেয়াতে। সরকারের চেষ্টা ছাড়া এটা অনেক কঠিন ছিলো কাজ করা, আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণা এই এওয়ার্ড "