Skip to content

২৯শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খাবার ভীতি

খাবার থালা হাতে মা'য়ে
ছুটে খোকার পিছে,
খাবার দেখে লুকায় ছেলে
ঘরের খাটের নিচে!

 

গল্পগুজব খেলাধুলা
সবই আছে ঠিক,
খাবার সময় হলে আঁধার
দেখে চতুর্দিক।

 

খেতে বললে দেয় অজুহাত
নিত্য ফুলায় গাল,
শিশুদের এই খাবার ভীতি
চলবে কতকাল?

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ