খাবার ভীতি
খাবার থালা হাতে মা'য়ে
ছুটে খোকার পিছে,
খাবার দেখে লুকায় ছেলে
ঘরের খাটের নিচে!
গল্পগুজব খেলাধুলা
সবই আছে ঠিক,
খাবার সময় হলে আঁধার
দেখে চতুর্দিক।
খেতে বললে দেয় অজুহাত
নিত্য ফুলায় গাল,
শিশুদের এই খাবার ভীতি
চলবে কতকাল?
শামীম শাহাবুদ্দীন প্রকাশ:
খাবার থালা হাতে মা'য়ে
ছুটে খোকার পিছে,
খাবার দেখে লুকায় ছেলে
ঘরের খাটের নিচে!
গল্পগুজব খেলাধুলা
সবই আছে ঠিক,
খাবার সময় হলে আঁধার
দেখে চতুর্দিক।
খেতে বললে দেয় অজুহাত
নিত্য ফুলায় গাল,
শিশুদের এই খাবার ভীতি
চলবে কতকাল?