ভাবা যায়?
পথে পথে চলতে গেলে,
যখন তখন।
ধাক্কা লেগে ভেস্তে গেল,
স্নেহের যতন।
এই কি ভাবা যায়?
ছন্দ দ্বন্দ্ব সকল খেলায়,
জীবন মেলায়।
একুল অকুল সব বাজারে,
ব্যথার ভালবাসা।
দুনিয়া জুড়ে, প্রাণে গানে
নতুন আলোয় প্রাণ রাঙিয়ে
ব্যথা ব্যথা, হৃদয় পাশে
তারে কি ছোঁয়া যায়।
এই কি ভাবা যায়?