নতুন বুনন
সময় দাঁড়িয়ে
ডাকপাখি স্রোতে ভাসে দূর বহুদূর
চোখ খুলে দেখে শুরুতেই পড়ে আছে।
বাঁকহীন তটিনীর নিস্তরঙ্গ দেহ
ঢেউ নেই গান নেই স্বাধীনতা নেই
সভ্যতা প্রগতি নেই, বিশাল ভূখণ্ড আছে
সার্বভৌমত্ব নিখোঁজ।
গানপাখিদের কণ্ঠে গতায়ুর চারুপাঠ
সুবিশাল নীলাকাশ এক কোণে ডানা মেলা
অতঃপর নীড়ে ফেরা, দিগন্ত ছোঁয়ার স্বাদ
শিকেয় ঝুলতে থাকে।
জোনাকির আলো ঘুটঘুটে রাতের কবিতা
আঁধার ভেঙ্গে এগিয়ে যাবার সূর্যটা দেখে না
আলোর বাইরে আলো সমুজ্জ্বল আলো
অধরাই থাকে।
তবে আশা জাগানিয়া পাখি আছে জেগে
অনুকূল বাতাসের গলায় ঝাঁঝালো দ্রোহ
নোনাজল স্রোতে বয়ে যায় বিক্ষুব্ধ স্লোগান।
ও বাবুই, তুমি জেগে ওঠো ,
ওই ঠোঁটে তুলে আনো নতুন বুনন
ফসলের মাঠে সবুজের মখমলে
শৈল্পিক কারুকাজ।