ফাগুনের গুনগুন
ফাগুন এলে ফুলে ফুলে
ভরে থাকে ডালে ডালে
কতো না রঙিন ফুল
হাওয়ায় দোলে পুষ্পের গন্ধ
মৌমাছিরা ছন্দোবদ্ধ
আনতে মধু ব্যকুল।
গাছে গাছে পাখির কলতান
কচি পাতার মিষ্টি সুঘ্রান
হৃদয়ে দেয় দোলা
কোকিল ডাকে কুহু কুহু
মুকুল গন্ধে মুহু মুহু
বসন্ত উতলা।
রূপের রানী বাংলা তখন
ফুলে ফুলে সাজে যখন
আকুল করা গন্ধে
ইচ্ছে করে ঘুরে বেড়াই
মন পবনের নায়ে বেড়াই
এলোমেলো ছন্দে।