পরাজিত হলেও নারী ফুটবলারদের উৎসাহ জুগিয়েছেন বাফুফে সভাপতি
আরব আমরিতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে গতকালই ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের বাংলাদেশ নারীরা।তাদের বিপক্ষে দুই ম্যাচ খেলতে গিয়েছিলেন তারা। একটি ফিফা ম্যাচ অন্যটি প্রীতি ম্যাচ। দুটোতেই ৩-১ ব্যবধানে হেরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন নতুন অধিনায়ক আফঈদা খন্দকার।

ম্যাচ দুটি হারার পরও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সব খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। গতকাল দুপুরে নারী ফুটবলারদেরকে ডেকে নিয়ে নির্দিষ্ট সময়ে কথা বলেছিলেন। পারফরম্যান্স কেমন হয়েছে তা নিয়েও কথা হয়েছে। তবে উনি কাউকে মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন। সবাইকে আরও বেশি করে অনুশীলন ও চাঙ্গা থাকার পরামর্শ দিয়েছেন বাফুফে সভাপতি। আগামীতে আরও ম্যাচ খেলার সুযোগ আসবেএবং তখন আরও ভালো পারফরম্যান্স করতে হবে, সেসব নিয়ে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তিনি।
ফুটবল দলের সাবিনা, সানজিদারা ছুটিতে গেছেন। আরব আমিরাত থেকে ফেরা খেলোয়াড়রগণ আজ ছুটিতে যাবেন। ফুটবল ক্যাম্প শুরু হবে ঈদের পর। নতুন করে সবাইকে ক্যাম্পে ডাকা হবে। তখন বিদ্রোহ করা ফুটবলারদেরকেও কল করা হবে।
তাছাড়াও নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার এতো লম্বা ছুটির পক্ষে নন। তিনি মনে করেন লম্বা ছুটিতে থাকার ফলে পারফরম্যান্স খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যতটুকু অর্জন করা হয়েছে তা আবার নিচে নেমে যায়। সাবিনারা পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে অনুশীলন বর্জন করেন। তাদেরকে ছাড়াই নতুন দল নিয়ে প্রথমবার বিদেশে খেলে এলো বাংলাদেশ।
অনন্যা ডেস্ক/এসএস