টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তাহুরার পদযাত্রা
দেশের প্রান্ত থেকে প্রান্তে হাঁটার মাধ্যমে সুস্থতা বজায় রাখা এবং জীবনের সৌন্দর্য উপভোগ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছেন চট্টগ্রামের তরুণী তাহুরা সুলতানা (২৫)। একা পথচলা শুরু করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচিত-অপরিচিত অনেকেই তার সঙ্গী হয়ে উঠছেন।
তাহুরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা প্রবীণ শিক্ষক রশিদ আহমেদ ও গৃহিণী তৈয়বা খাতুনের মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে সর্বকনিষ্ঠ তাহুরা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
গত শুক্রবার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে তার যাত্রা শুরু হয়। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ১১৪ কিলোমিটার পাড়ি দিয়ে তিনি পৌঁছেছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়।
তাহুরা জানান, দেশের সৌন্দর্যকে কাছ থেকে দেখা এবং মানুষকে হাঁটার অভ্যাসে উদ্বুদ্ধ করাই তার এই পদযাত্রার মূল উদ্দেশ্য। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এ যাত্রার খরচ চালাচ্ছেন তিনি। অনলাইনে পণ্য বিক্রি করে অর্জিত অর্থ থেকেই এই পদযাত্রার প্রস্তুতি নিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি পরিবারে সবার ছোট। ছোটবেলা থেকেই ঘোরাঘুরি ভালোবাসি। চ্যালেঞ্জ গ্রহণে সবসময় আগ্রহী। তাই হেঁটে দেশভ্রমণের সিদ্ধান্ত নিই। যাত্রাপথে মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় আমি মুগ্ধ। সুস্বাস্থ্যের জন্য হাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি চাই আমার এই পদক্ষেপ আরও মানুষকে হাঁটায় অনুপ্রাণিত করবে।” তিনি আশা করছেন, ২০ থেকে ২৫ দিনের মধ্যেই তার এই দীর্ঘ পদযাত্রা সম্পন্ন হবে।
তাহুরার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, “একজন নারী হিসেবে তাহুরার এমন পদক্ষেপ অনন্য দৃষ্টান্ত। তার এই উদ্যোগ মানুষকে সুস্থতার জন্য হাঁটতে উদ্বুদ্ধ করবে।”