Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সন্তানের শরীরে কোন লক্ষণ দেখে ওমিক্রনে সচেতন হবেন অভিভাবক 

করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন আতঙ্কে রয়েছে দেশ। দিন দিন শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এ অবস্থায় বন্ধ রয়েছে শিক্ষাঙ্গন, অর্ধেক জনবলে চলছে সরকারি-বেসরকারি অফিস। নানা বিধি নিষেধের মাঝেও যেন সংক্রমণের হার বেড়েই চলেছে।

 

সন্তানের শরীরে কোন লক্ষণ দেখে ওমিক্রনে সচেতন হবেন অভিভাবক 

অত্যন্ত সংক্রামক এই ধরণের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। তাই স্বভাবতই উদ্বেগে আছেন অভিভাবকেরা। চলুন জেনে নেই বিশেষজ্ঞদের মতে কোন উপসর্গগুলো শিশুদের ক্ষেত্রে প্রথমেই দেখা দেয়:

 

সন্তানের শরীরে কোন লক্ষণ দেখে ওমিক্রনে সচেতন হবেন অভিভাবক 

বিশেষজ্ঞরা এ বিষয়ে বলেছেন, ওমিক্রন ভাইরাসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে যে উপসর্গটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হলো ক্লান্তি। পরবর্তীতে যুক্ত হয় মাথা ব্যথা, গলা ব্যথা, ঠাণ্ডা-সর্দির মত উপসর্গগুলি। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সবার প্রথমেই নাক থেকে পানি পড়ার উপসর্গটি দেখা দিচ্ছে। এরকম উপসর্গ দেখা দিলে আইসোলেশনে পরিবারের বাকি সবার থেকে আলাদা থাকার চেষ্টা করুন এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

 

সন্তানের শরীরে কোন লক্ষণ দেখে ওমিক্রনে সচেতন হবেন অভিভাবক 

শিশুদের ক্ষেত্র এসব উপসর্গ ছাড়াও শ্বাসনালী সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ডায়রিয়া কিংবা ত্বকে ক্ষত ও দেখা দিতে পারে। তবে সাধারণত এমন উপসর্গ খুবই কম দেখা দেয়।

 

সন্তানের শরীরে কোন লক্ষণ দেখে ওমিক্রনে সচেতন হবেন অভিভাবক 

যেসব শিশুরা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের যদিও উপসর্গ খুবই সামান্য ঠাণ্ডা-সর্দির মতোই দেখা দেয়। ভ্যাকসিন দেওয়া থাকলে ভাইরাসের আক্রমণ তেমন তীব্র হয়না, তাই সঠিক বয়স হলে সন্তানকে অবশ্যই টিকা দিন। সেই সাথে মেনে চলুন স্বাস্থ্যবিধি এবং গড়ে তুলুন স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস। সঠিক সময়ে সুষম খাদ্য এবং পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন শিশুর সারাদিনের রুটিনে। এতে করে সন্তান থাকবে সুস্থ এবং গড়ে উঠবে রোগপ্রতিরোধ ক্ষমতা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ