ছিন্ন মূল

ছিন্নমূল, কোথায় তোমার কূল
আর কোথায় তোমার মূল?
মাথা ফেলে এসে একখানে
পায়ের তলায় মাটি
ঘটি বাটি নিয়ে, ঘাঁটি গাড়তে
আপ্রাণ লড়াই, অন্য কোনোখানে।
এভাবে বারবার,সত্তাকে হারিয়ে
ছায়া মানুষের সাথে, দু ‘হাত বাড়িয়ে
তুমি তো বিলকুল, এক বুনো ফুল।
ঝাড়-জঙ্গলে, অনাদরে, অবহেলায়
পরিচয়হীন, গজিয়ে ওঠো
যেখানে সেখানে।
না লাগে হোম্যে তোমাকে
না লাগে যজ্ঞে
এ বিপুলা পৃথিবীতে।
মার খাও, মার খেতে খেতে
মরে যাও, আপন দুর্ভাগ্যে
হাতে ধরে রাখো, পায়ের কুড়ুল।
অনন্যা/এসএএস