খাঁচাবন্দি
তোর জীবন পরাগে দুঃখের ছবি
ময়না পাখি তুই কোথায় গেলি?
তোর সাথী যে আজ, খাঁচাবন্দি
একা একা তুই কোথায় গেলি?
ময়না পাখি ফিরে কি এলি?
স্বপ্ন ভাঙা আমার ময়না পাখি
ওরে বনরাণী তুই কি শুনলি?
খাঁচাবন্দি মুক্ত কর না সাথী
কবে বুঝবি ওর যন্ত্রণা খানি,
মরণ জোয়ারে আজ মরণ সাথী।