উদ্বাস্তু

পার্কের বেঞ্চে বসে অলস সন্ধ্যা
উড়ে যায় এক ঝাঁক পাখি
সেজেগুজে তরুণ তরুণীরা গল্পে মশগুল
লেকের পাড়ে
কর্পোরেশনের বাতি জ্বলে ওঠে
চিকচিক করে ওঠে বিবি পুকুরের পানি
হকারদের হৈচৈ মুখরিত চারপাশ
কেউ ফিরে যায় আবার কেউ ফিরে আসে
যুগল প্রেমের স্রোতে ধেয়ে চলে এক ঝাঁক
তরুণ তরুণীরা
সন্ধ্যা আমার কাটে কেবল পথ চেয়ে।