Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইচ্ছে ডানা

মাঝে মাঝে দিগন্তটা খুব কাছে মনে হয়!
মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে দেয়া যায়,
ছোঁয়া যায় লাল-হলুদে মাখা আভাটুকুও।
ইচ্ছে ডানায় ভর করে নিজেকে
একটু বর্ণীল সাজে সাজাতে সাধ জাগে,
সাধ জাগে গায়ে একটু সোনা রোদ মাখি।

নীল আকাশের ঐ রক্তিম সীমানায়
সঙ্গ করে রং-বেরঙের স্বপ্নগুলো,
হারাতে হারাতে ফিরে পাওয়ার আকুতি
জাগিয়ে তোলে ঘুমন্ত অতৃপ্ত সত্ত্বাকে।
মাঝে মাঝে সুবিশাল আকাশ সনে
দ্বন্দহীন সখ্যতা গড়তে ইচ্ছে হয়,
ইচ্ছে হয় হৃদ গহীনে জমাট বাঁধা
অবিনাশী অপ্রাপ্তি মহাশূন্যে বিলীন করি!
শূণ্যতা ভুলে হারিয়ে যাই সহস্র ক্রোশ দূরে
লক্ষ আলোকবর্ষ দূরের ঐ অসীম মায়ায়!

আচমকা কালমেঘ পুঞ্জিভূত হয় ঈশানকোণে,
দিকহারা ঝড়ো হাওয়া মুহূর্তেই
ইচ্ছেডানার অপমৃত্যু আঁকে অবলীলায়!
উপলব্ধি করাতে বাধ্য করে –
আকাশের বাস সে-তো অস্পৃশ্য আবহনে।

আর মানুষের ঠিকানা!
সে তো শুধু এই মর্ত্যেই।
অবশেষে আমিও তো মানুষ,
তাই না?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ