১০ ফেব্রুয়ারি ” দি টেডি ডে”

আমার খেয়াল আছে, ছোটবেলায় আমাকে যখন একটি টেডি গিফট করা হয়েছিলো, এমন খুসি হয়েছিলাম যে তা বর্ণনা করা যাবে না। আমি সারাদিন সেটাকে নিয়েই ঘুরতাম, ঘুমাতে যাওয়ার সময় সেটাকে পাশে রাখতাম। এমনি প্রায় সবার ছোটবেলা-ই কেটেছে একটি টেডি বন্ধুর সাথে। কারণ হলো এই সফট টেডি বিয়ার পৃথিবীর সবচেয়ে পছন্দ করা খেলনাগুলোর মধ্যে একটি। এবং শুধু ছোটকালেই নয় বড়দেরও ঐ একইরকম খুসি করে দেয় এই টেডি।
ভ্যালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) সারা বিশ্বে ‘হ্যাপি টেডি ডে’ পালন করার রীতি রয়েছে। টেডি বিয়ার উপহার দেওয়ার পিছনে মূল কারণটি হলো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা।
টেডি খুবই সুন্দর ও মমস্পর্শীয় উপহার। আপনি যখন আপনার প্রিয় মানুষকে টেডি পাঠাবেন আর প্রিয় মানুষটি সেটি জড়িয়ে ধরে আপনার অস্তিত্ব অনুভব করবে এই অনুভূতি অন্যরকম।
সুন্দর সুন্দর দিনগুলো এই ব্যস্ততম জীবনে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করতে পারে। মনকে করতে পারে চনমনে। মুখে যেন প্রশান্তির হাসি ফুটে ওঠে।
পাশ্চাত্য সাহিত্যের অনেক গল্পে টেডি বিয়ারকে গোপন রক্ষক হিসেবেও বিবেচনা করা হয়। অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন কেউ নিচু ও একা অনুভব করেন তখন টেডি বিয়ারকে জড়িয়ে ধরার মাধ্যমে আত্মার একাকিত্ব, কষ্ট সহজে ভোলা সম্ভব।
তাই কাছের মানুষকে কিংবা প্রিয়জনকে টেডি দিবসে টেডি উপহার দিন। প্রিয় মানুষকে খুশি করুন। উপহারটি হয়ে থাকবে অন্যতম একটি স্মৃতি।