হাড় কাঁপানো শীত
হাড় কাঁপানো শীত রে
ঘোড়ার মত আসছে
বুড়ো বুড়ি খোকাখুকি
তর তরিয়ে কাঁপছে,
তাই না দেখে কোলাব্যাঙ
খিলখিলিয়ে হাসছে!
ব্যাঙের মাসি বড় পাজি
জলকেলিতে ব্যস্ত
মানুষগুলো ভীতুর ডিম
ভয়ে কেমন ত্রস্ত,
তাই না দেখে দুষ্টু খোকা
জলে হলো ন্যস্ত!
ব্যাঙের মাসি এবার ভয়ে
জোরসে দিল লাফ
কোলাব্যাঙও পালিয়ে গেল
বলল, বাপরে বাপ!