Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত – আবিদা ইসলাম

যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন আবিদা ইসলাম, যিনি আগে দক্ষিণ কোরিয়াতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তবে যুক্তরাজ্যে নিযুক্ত হওয়ার তথ্য রবিবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

আবিদা ইসলামের কূটনৈতিক হিসেবে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে বলে জানা যায়। প্রশাসন আশা করছে যে, নতুন এই দায়িত্বে বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক উন্নত বিশেষ ভূমিকা রাখবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ-বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। সেই সাথে ১৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

বিভিন্ন সময়ে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার।

যুক্তরাজ্যে ৬ বছর ধরে সাইদা মুনা তাসনীম দায়িত্ব পালন করেন। অন্তর্বতী সরকার যখন দায়িত্ব নেয়, তখন প্রশাসনের এই রদবদলের অংশ হিসেবে তাকেও ঢাকায় বদলি করা হয়েছে বলে জানা যায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ