মুক্তিদাতা
রাস্তাটা সহজ ছিলো না
নদীর পাড় ভাঙছিল
পঙ্গু হয়ে যাওয়া জাতির গড়ার কূল ছিলো না।
বাঙালি যাপনে
যুদ্ধটা অনিবার্য হয়ে উঠেছিল
অত্যাচারে অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে মানুষের,
বাঁধার পাহাড় ভাঙতে
যার ঘরে যা আছে, হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলে তুমি।
জল তো সহজ
জলের মতন-ই সহজ সরল বাংলার নুন-লঙ্কা পান্তাভাতের জীবন
রক্তে বিদ্রোহ নিয়ে তেঁতে উঠেছে এখন।
মৃত্যুর মুখ ছুঁয়ে মুক্তির ছায়া
জাতির শিরায় শিরায়, তুমি যেন বিদ্যুৎ তৈরীর টারবাইন
গরল পান করে বিলিয়েছ অমৃত
শব্দবাণে ওরা আজ ভীত
শেখ মুজিব, অরুণ বরুণ কিরণমালার দেশে তুমি বজ্রমানিক।
শেখ মুজিব, শোষিত নিপীড়িত জাতির বুকে তুমি
আশার, আলোর, স্বপ্নের-বার্তা নিয়ে আসা দৈনিক
যুদ্ধ শেষ হয়ে যায়নি এখনো
যুদ্ধ শেষ হয়ে যায় না কখনো
জীবন থেকে মরণ পর্যন্ত, মুক্তি জিতে নেওয়ার যুদ্ধ।
মহাকালের মুক্তিদাতা
মানুষে মানুষে বিভাজনের বিরুদ্ধে
তোমার দেখানো পথে মাটির লড়াই
শেষ রক্ত বিন্দু দিয়ে স্বাধীনতা।