মায়ের কোলে

আজও আমার ইচ্ছে করে
ঘুমাই মায়ের কোলে,
আদর করে খোকা বলে
খাবার দিতো তুলে।
যতই অপরাধ করি মাগো
দিতে যে ক্ষমা করে,
মায়া মমতার খনি তুমি
সালাম তোমার তরে।
যতই শাসন করতে তুমি
লাগতো অনেক ভালো,
আজ বড্ড বেশি মনে পড়ে
তুমিই সুখের আলো।
গোলাপ মাহমুদ সৌরভ প্রকাশ: ১৩ মে ২০২৩, ১২:৪৫ পিএম
আজও আমার ইচ্ছে করে
ঘুমাই মায়ের কোলে,
আদর করে খোকা বলে
খাবার দিতো তুলে।
যতই অপরাধ করি মাগো
দিতে যে ক্ষমা করে,
মায়া মমতার খনি তুমি
সালাম তোমার তরে।
যতই শাসন করতে তুমি
লাগতো অনেক ভালো,
আজ বড্ড বেশি মনে পড়ে
তুমিই সুখের আলো।