Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাবা

এই ধরাতে বাবা হলো
একটি সুখের আলো
থাকলে পাশে দুঃখ দূরে
জীবন কাটে ভালো।

 

বাবা হলো পথের দিশা
আমরা সবে জানি
আসবে শান্তি বাবার কথা
আমরা যদি মানি।

 

বাবার সকল উপদেশ তাই
মানতে সবার হবে
কে আর এমন আপন আছে?
বাবার মত ভবে।

 

সংসারের আয় জোগায় বাবা
কষ্ট করে কত
তাইতো বলি কে আর আছে
প্রিয় বাবার মত।

 

শান্তির আলো আমার বাবা
সফলতার বাতি
বাবা মানে এই জীবনে
সুখের দুঃখের সাথী।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ