বর্ষার ঢঙ

ছবিঃ সংগৃহীত
বাতাসেতে ভেসে আসে
কদম কেয়ার গন্ধ
জলভরা খোলা মাঠে
ঢেউ তুলে যায় ছন্দ।
শাপলা পদ্ম হেলেদুলে
নৃত্য অবিরত
ধানের গাছে উড়াউড়ি
জলফড়িং ঐ শত।
জলের বুকে এঁকেবেঁকে
সাঁতার কাটে সাপ
পদ্মপাতায় বসা ব্যাঙে
হঠাৎ মারে লাফ।
অনন্যা/জেএজে