বর্ষার ঢঙ আহমাদ কাউসার প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৮:৩০ পিএম · ১৩ জুন ২০২২, ০৮:৩০ পিএম বাতাসেতে ভেসে আসেকদম কেয়ার গন্ধজলভরা খোলা মাঠেঢেউ তুলে যায় ছন্দ। শাপলা পদ্ম হেলেদুলেনৃত্য অবিরতধানের গাছে উড়াউড়িজলফড়িং ঐ শত। জলের বুকে এঁকেবেঁকেসাঁতার কাটে সাপপদ্মপাতায় বসা ব্যাঙেহঠাৎ মারে লাফ। অনন্যা/জেএজে Share