দূরের কাছে

বেসামাল বাতাসের কাছে আমার আবদার ছিল,
উত্তাল সমুদ্র দেখতে যাওয়ার সময়,
আমাকে যেন সঙ্গে নিয়ে যায়।
সমুদ্র ভাললাগেনি আমার কোনদিন,
নিজেকে খুব ছোট মনে হয় সমুদ্রের কাছে গেলে।
ওর বড় বড় ঢেউ গুলো ভয় দেখায় সারাক্ষণ,
আজ ওর কাছেই যেতে চাই বড় ভালবেসে।
উত্তর মেরুর অররার মতো আলোর খেলা,
দেখেছিলাম তোমার দু’চোখে;
এক নিমেষে মুছে গিয়েছিল সব,
সেওতো বহু বছর আগের কথা।
নিপুণ কথার কারুকাজে ভরা,
একটি ভাঁজকরা চিঠি, আজো আছে!
মেঘের কাছ থেকে বার্তা আসার অপেক্ষায়,
দিন-ক্ষণ গুনে শেষ হয়না সময়।
নক্ষত্ররা লুকোচুরি খেলেছিল বালিয়াড়িতে,
দিন শেষে ঘরে ফিরেছিল ছোট্ট বাবুই,
নিজ হাতেবোনা বাসায় কেটেছিল প্রহর,
অপেক্ষায় ছিল সে একটি সুন্দর সকালের।
পাইন বনে ভীষণ ঝড় উঠেছিল যখন,
ব্যস্ত কাঠবিড়ালী ভিজেছিল সারারাত,
কেউতো দেয়নি এতটুকু আশ্রয়!
মেঘদূত যখন রাজ্য জয় করে ফিরেছিল,
পাশে ছিল তার অগণিত ভক্তকুল।
বিষবাষ্পময় মূহুর্তগুলো পিছনে ফেলে,
সময় পেরিয়ে দূরের ভাবনায় আজো,
সবকিছুকেই কেন যেন কাছের মনে হয়!