Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইতিহাসের নতুন পাতা

দেশ-বিদেশের ষড়যন্ত্র
রুখে দেয় ধূমকেতু
ইতিহাসের নতুন পাতা
লিখে পদ্মাসেতু।

লাল সবুজের পতাকাটা
উঁচু করে তার শির
পতপত করে বলছে কথা
এরা বাঙ্গালী-বীর।

বিশ্বের কাছে আজ আমাদের
উঁচু হলো মাথা
নিজের টাকায় বিশ্ব অবাক
পদ্মার বিজয়গাঁথা।

একুশ জেলার যোগাযোগে
আর থাকলো না বাঁধা
উন্নয়নে যাও এগিয়ে
বীরের জাতি যোদ্ধা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ