পুণ্যময় রমজান মাস

রমজানের ওই চাঁদ উঠেছে
পশ্চিমাকাশ জুড়ে,
খুশির জোয়ার আসলো আবার
একটি বছর ঘুরে।
প্রথম দশক রহমতে
বরকতে যায় মাঝে,
শেষের দশক মাগফেরাতে
পুণ্য রোজার কাজে।
রোজা রেখে নামাজ পড়ে
কাটায় মুসলমানে,
তসবিহ জপে জিকর করে
প্রশান্তি পায় প্রাণে।
বেশি বেশি ইবাদতে
মগ্ন মুমিন জনে,
সত্তর গুণ সওয়াব পেতে
ব্যস্ত সারাক্ষণে।