স্বপ্নের সেতু
পদ্মা সেতু নির্মাণ করা
স্বপ্ন আশা শত,
দেশের মানুষ সবাই ছিল
অপেক্ষায় যে কত
অবশেষে সেতু হলো
পদ্মা নদী মাঝে,
আমারাও যে গড়তে পারি
প্রমাণ হলো কাজে।
নিজের দেশের টাকা দিয়ে
পদ্মা সেতু গড়া,
পদ্মা সেতু সচল দেখে
অবাক হলো ধরা।
মোদের দেশের পদ্মা সেতু
দেখতে ভীষণ খাসা,
সেতুর ওপর চলবে গাড়ি
মনে সবার আশা।
পদ্মা সেতু তৈরি হলো
শেখ হাসিনার জন্য,
দেশের মানুষ সেতু পেয়ে
হলো সবাই ধন্য।
জাহাজ ডুবির ঘটনা আজ
হবে অনেক বন্ধ,
পদ্মা নদীয় ভাসবে না আর
পচা লাশের গন্ধ।
কঠিন শ্রমে সেতু গড়লেন
তারাই আসল যোদ্ধা
দেশে মানুষ প্রাণটা ভরে
জানাই তাদের শ্রদ্ধা।
অনন্যা/এসএএস