তুমি বৃষ্টি না কি রোদ্দুর

আমার খাঁ খাঁ উঠোনে তোমার নিঃশব্দ আনাগোনা
কেবলই যতিচিহ্নের পরিধি বাড়ায়,
মনের গহীনে নোঙর ফেলে একমুঠো ভোর
ভেবে পাই না, সে কি বৃষ্টি না কি রোদ্দুর!
তুমি নিঃশব্দে হেঁটে যাও বুকের পাঁজর ধরে
আমি কেবল ভাঙনের শব্দ শুনি
নির্বাসনে যাওয়া মনের ঘরে।
তুমি তবুও বুঝো না কতটা দগদগে ক্ষত পুষে
আমার বুকে আর কোনো যন্ত্রণা নেই
আমি রোজ দুঃখকে বরণ করি হাসির সেজদায়।