শীত এসেছে
শীত এসেছে বছর ঘুরে
শীত এসেছে উঠান জুড়ে,
টিনের চালা ভেদ করে আজ
শীত এসেছে বাংলার ঘরে।
শীত এসেছে পুকুরপাড়ে
শীত নদীর ধারে,
শীতের দাপটে কাঁপছে পাখি-
মানুষ গণহারে।
শীত এসেছে আনন্দ আর
নিয়ে খুশির বার্তা,
সেই মজাতেই পিঠা-পায়েস
খাচ্ছে বাড়ির কর্তা।