জন্মেছি এই দেশে
জন্মভূমি বাংলাদেশের
আকাশ বাতাস মাটি,
মার মতো তার ভালোবাসা
সোনার চেয়ে খাঁটি।
ষড়ঋতুর রানি সে যে
বিশ্বসেরা ভূমি,
চোখজুড়ানো এতো সবুজ
কোথায় পাবে তুমি?
সাগর নদী পাহাড় ঝর্ণা
দেশটা আছে ভরে,
সারাবছর সোনার ফসল
চাষি তোলে ঘরে।
প্রভাতকালে ঝলমলিয়ে
উঠে সোনার রবি,
পাখির গানে ফুলের ঘ্রাণে
কাব্য লিখে কবি।
সাঁঝের বেলা ঘরে ফিরি
সুখ-দুখের কোল ঘেঁষে ,
বিধির প্রতি ধন্য মোরা
জন্মেছি এই দেশে।