ভালো মানুষ হবো
ভালো মানুষ হবো আমি স্বপ্ন আঁকি মনে,
সমাজ থেকে কলুষতা পাঠিয়ে দেবো বনে।
সত্যকথা বলতে আমার কাঁপবে না অন্তর,
সবাই আমার থাকবে আপন হবে না কেউ পর।
সাম্যবাদের বাঁশির ফুঁকে তুলবো প্রণয়ঝড়,
আমার কাছে থাকবে সবার সমান সমাদর।
গরীব-দুঃখী সবার পাশে থাকবো সেবা দিয়ে,
হিংসা-বিবাদ করবো না আর কোনোকিছু নিয়ে।
চাঁদের মতো স্বার্থবিহীন জোছনা ছড়াবো,
ভালোবাসার আলো দিয়ে বিশ্ব ভরাবো।
সবাই আমায় বাসবে ভালো এমন মানুষ হবো,
পরকালে গিয়েও আমি ইহকালেই রবো।