ঘরে ফেরে সুশীল সমাজ
রাতের জানালায় অন্ধকার গাঢ় হয়
ভরা পূর্ণিমার জ্যোৎস্নার হাসি হারিয়ে যায়
আগত শ্রাবণের মন খারাপের মেঘে
রাত বেড়ে যায় সভ্যতার শহরে,
সুশীল সমাজে, দিন বদলের হাওয়ায়,
রাত বেড়ে যায় এই ভৌগলিক সীমারেখায়।
রাতের ঘোমটায় যখন স্তব্ধতা বেড়ে যায়
ওদিকে তখন হেসে ওঠে নিষিদ্ধ নিবাস,
সভ্য পুরুষ জামা খোলে তার
খুলে ফেলে আরও কারও অনেক কিছুই।
এদিকে তার বিশুদ্ধ ভালোবাসার
বিশ্বাসী মন বিছানা বালিশে কেঁদে যায়,
বিষাদের কালো মেঘে বৃষ্টি ঝরায়।
অতঃপর রাতভোরে ঘরে ফেরে নষ্ট পুরুষ।
ঘরে ফেরে প্রগতি আর সভ্যতার কর্ণধার
ঘরে ফেরে আমাদের সুশীল সমাজ।