Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আদিম অস্ত্র 

কাব্য হলো ফুল বাগিচার
সুন্দর ফুলের ঘ্রাণ, 
কাব্য হলো দেহের খোরাক 
কবির হৃদয় প্রাণ।

কাব্যের মাঝে শুদ্ধতা পাই
ইতিহাসের পণ, 
অন্যায় দেখে সোচ্চার হয়ে
লিখেন কবিগণ। 

কাব্য হলো আদিম অস্ত্র
নির্ভুল একটি দিক,
এপার ওপার দুই পাড়েতে 
সবই রাখে ঠিক।

প্রেমের কথা জ্ঞানের কথা 
নিত্য বলে যায়, 
অত্যাচারের শিকল ছিঁড়ে 
লাথিমারে পায়।

কলম সৈনিক লিখে দৈনিক
হয় না কোনো ভুল, 
প্রতিবাদে প্রতিরোধে 
ছাড়ে না এক চুল। 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ