Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষত-মুখ

চুমু খেতে গিয়ে দাঁত চলে আসে কেন
বুঝে নিতে হবে ভালোবাসতে জানো না তেমন
আমলকী বনে গাঢ় এক কুহকের ছায়া
তোমার শরীর আর মন, চঞ্চল 
শুধু সরব, কামনার রসায়ন।

 

বাইরেও, আছে তো এক, নির্জন, নির্জনতর 
নিভৃত অঞ্চল জুড়ে, সুরভিত বাসনা
প্রাণ দিয়ে বুঝে নিয়ে দেখো
তেমনটি করে, ভালোবাসতে পারো কিনা। 

 

ত্বকের ওপর ত্বকের স্পর্শে, জেগে ওঠে শুধু মন
মনের টানাপোড়েন, গভীরে আরও গভীরে
কবোষ্ণ, শরীরের আলোড়ন। 

 

দুধের শিশুর দাঁতের কামড়ে ফুলে ওঠা  হৃদয়ের ক্ষত
অন্তক্ষরণ, ঠিক যেমন তুমি, আর আমি
ঠিক তোমারই মতো। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ