বিয়ের পিঁড়িতে অপর্ণা
তারকা জীবনের যেকোনো পরিণয়ই দর্শকের আলোচনায় থাকে। প্রিয় তারকার পর্দায় মন কাড়া কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নতুন কোন অধ্যায়, সবেতেই ভক্তের অনুভূতির প্রকাশ পাওয়া যায়। এবারে শিরোনামে অপর্ণা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিন জুড়ে শুভ পরিণয়ের রঙিন সব ছবি, চিত্র ভেসে বেড়াচ্ছে।
গত ১০ ডিসেম্বর দীর্ঘদিনের বন্ধু সাতরাজিৎ দত্তের সাথে সাত পাকে বাঁধা পড়লেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। ১০ তারিখ মধ্যরাতের লগ্নে হিন্দু ধর্মীয় রীতি মেনে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত লোকনাথ বাবার মন্দিরে বিয়ের কাজ সুসম্পন্ন হয়।
এর আগে ৭ ডিসেম্বর দুই পরিবারের উপস্থিতিতে অপর্ণা ও সাতরাজিতের আশীর্বাদের অনুষ্ঠান করা হয়। অপর্ণার স্বামী সাতরাজিৎ পেশায় একজন তথ্যপ্রযুক্তি প্রকৌশলী। কর্মরত আছেন জাপানে।
২০০৬ সালে লাক্স- চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারে জায়গা করে নেন অপর্ণা। তারপর থেকে শোবিজের নিয়মিত তারকা। অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন বহু দর্শকের মন৷