ক্ষুধার্ত ক্রোধান্ধ
চাল ডাল তেল চিনি
কেমন করে কিনি
মাছ দুধ ডিম মাংস আটা
লাগাম ছাড়া ঘোড়া
শাকসবজিও কিনতে আমার
ভাঙে হাড়ের জোড়া।
পেটে আমার ক্ষুধা
দূর করে দাও খোদা
সীমিত আয় দিয়ে কেনা
হয় না সাধের পণ্য,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
থামিয়ে করো ধন্য।
যখন আমার পেটে
ক্ষুধার পোকা হেঁটে
দেয় বাড়িয়ে মনের মাঝে
কষ্টে থাকার জ্বালা,
ক্রোধান্ধ হই ভাঙতে পারি
গুদামঘরের তালা।