গাঁয়ের ছবি
আমার গাঁয়ের সোনার ফসল
দেখতে আসো যদি-
দেখবে আরও নিরবধি
বয়ে চলা নদী।
আমার গাঁয়ের মেঠো পথে
কতো মানুষ হাঁটে,
হোগল বনের পাশেপাশে
পাতি হাঁসে ডাকে।
আমার গাঁয়ের উঠোন জুড়ে
সোনার ধানের আঁটি,
চাঁদের আলোয় গল্প শুনি
পেতে শীতলপাটি।
আমার গাঁয়ের শ্যামল বনে
কিচিরমিচির গানে-
মুখরিত সারাবেলা
শান্তি লাগে প্রাণে।
আমার গাঁয়ের শিশু-কিশোর
ভীষণ স্বপ্নচারী,
পড়ালেখায় খেলাধুলায়
মাতিয়ে রাখে বাড়ি।