Skip to content

২২শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেবে দেখো

ভেবে দেখো
তুমি আর আমি যদি যৌথ-বন্ধনের হাত সরিয়ে নিই
ফাঁকতালে, পৃথিবীটা গলে পড়ে যাবে
আঙুলের ফাঁক দিয়ে জল, আগুনে ছলকে ছলকে ওঠে
হলকা বানে, শীর্ষমুখ ফোটে
গড়াতে গড়াতে, গিয়ে পড়ে যায়
পায়ের তলার মাটি, সড়ে সড়ে যায়
পড়ে কোথায় ?

 

আমাদেরই অতল একটি খাদে
নিখাদ সোনা, পুড়ে হয় ছাই
ধ্বংস হয়ে যাবে বলে, বরবাদে
ছোট্ট একটি মানুষ
আলোর ফানুস। 

 

পিঠে বোঝায় করে এরপর, সরিয়ে কাপড়
পৃথিবীটাকে নিয়ে চলতে শুরু করে
পাহাড় ডিঙিয়ে, পর্বত ডিঙিয়ে, মরুভূমি, যোজন যোজন পথ
চেনা সাঁকো, গাঢ় অন্ধকারে অচেনা গৎ
আজন্মকালের ক্রীতদাস
আমাদেরই ভুলের ইতিহাস
ভেবে দেখো
আমরাই কি পায়ের তলায় এভাবে চেপে  রেখে যাবো। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ