ঋতুরানি হেমন্ত

ঋতুরানি হেমন্তের আজ
হলো রে আগমন
ফুটেছে শিউলি কামিনী
আর দেব কাঞ্চন।
দূর্বাঘাসের ডগায় ঝুলে
শিশির বিন্দু জল
কাঁচি হাতে মাঠে ছুটে
কৃষক ভাইয়ের দল।
হেমন্তের সকাল বেলা
পাখি করে খেলা
নবান্ন উৎসব আজ
কার্তিকের এই মেলা।
প্রকৃতিতে এলো যে আজ
নব বৈচিত্র্য
খেজুরের রস পেতে তাই
গাছে বাঁধা পাত্র।
খেজুরের সেই রস মিশিয়ে
রাঁধবে যে মা পায়েস
বানাবে নানা রকম পিঠে
মজা হবে বেশ!।