ভাত যে আমায় খায় প্রতিদিন
তেলের দামটা শুনে দাদার
মাথায় পড়ে বেল,
তেল না নিয়ে ফিরলে বাসা
আছে দিদির জেল!
মাছ কিনে আজ পকেট শূন্য
দাদার মেজাজ কড়া,
সবজি বাজার আগুন রঙা
দামগুলো বেশ চড়া।
সদাইপাতি হয়নি কেনা
আসলো দিদির কল,
"গ্যাস হলো শেষ, নিয়ে এসো"
শুনবো নাকো ছল।
কর্জ করে গ্যাসের দোকান
ঢুকেই শোনেন এ কী!
ফের বেড়েছে মূল্যটা তার
কিনতে হবে বাকি!
"ভাতের জন্য জীবন নষ্ট
সুখ যে বুকে নেই,
ভাত যে আমায় খায় প্রতিদিন
নিত্য হারাই খেই।"