Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামে জমি জমার বিরোধের জের ধরে মমতাজ বেগম(৫২) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগমের বাড়ী সদর উপজেলার বাখুন্ডা গ্রামে। সে ওই এলাকার ইউনুছ সেকের স্ত্রী। নিহত মমতাজ বেগম ছোট বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে নিহত হলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত মো. মিজানুর রহমান জানান, সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামে একটি পুকুরে মাছ ধরা নিয়ে স্থানীয় রুস্তম আলীর সাথে প্রতিপক্ষ আবুল খায়ের গ্রুপের সাথে সংর্ঘষ বাধে।

এসময় উভয় গ্রুপের লোকজনের সাথে সংর্ঘষ চলাকালে ছোট বোনের বাড়ীতে বেড়াতে আসা মমতাজ বেগম সংর্ঘষ থামাতে গিয়ে তার মাথায় রাম দায়ের কোপ লাগে। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ