শরৎ বেলা
শুভ্র সতেজ শরৎ বেলা
আকাশ জুড়ে মেঘের ভেলা,
রোদ্র ছায়ার চলছে খেলা!
হাওয়ায় উড়ে ধূপের ধোঁয়া
উন্মাদনা পাহাড় ছোঁয়া,
কানে বাজে উলু ধ্বনী
আসছে তো মা আগমনী!
শিউলি ঘ্রাণে প্রাণটা জুড়ায়
প্রখর তাপে ধরা পুড়ায়!
ঘামে ভেজা ক্লান্ত দেহ,
খুঁজে মানুষ ছায়ার স্নেহ।
রূপের রানী শরৎ হাসে,
সুখের ধারায় ভুবন ভাসে!