করোনায় অনিশ্চিত নারী আইপিএল
ভারতে চলছে ছেলেদের আইপিএল টুর্নামেন্ট। সাধারণত আইপিএলের প্লে-অফ রাউন্ড চলাকালীন সময় আয়োজন করা হয়ে থাকে নারী আইপিএল।
সে হিসেবে মে মাসে মাঠে গড়ানোর কথা নারী আইপিএল। তবে বর্তমানের অবস্থা বহাল থাকলে সঠিক সময়ে নারী আইপিএল মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এমনিতে ছেলেদের আইপিএল চালাতেই বেশ হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের । তাছাড়া নারী আইপিএল দিল্লিতে করার পরিকল্পনা ছিল আয়োজকদের। কিন্তু দিল্লির বর্তমান অবস্থায় খেলা মাঠে গড়ানো সম্ভব নয় বলে মত সংশ্লিষ্টরা।
এছাড়াও বর্তমানে সময়ে ভারতের সাথে বেশ কিছু দেশের সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে এই অবস্থায় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণও অনিশ্চিত।
তাই এমন অবস্থায় নারী আইপিএল যথা সময়ে মাঠে গড়ানো প্রায় অনিশ্চিত।