ফিরে এসো গৃহলক্ষ্মী
সুন্দরী, ফিরে চাও ইস্পাতের বন্ধন খুলে-
সহচারী হতে পারি মুক্ত শৃঙ্খলে ।
নদীতীরে গাও মন্দিরের গান
মনে মনে আত্মঅপমান
ভাঙা রাত্রির শিখা জ্বেলে
একা তবে কী কী পেলে!
ফিরে এসো, আম কাঁঠালের গাঁ’য়
সন্ধ্যা মাড়িয়ে নিশিতে বাদল ধারায়।
ফিরে এসো, দেহে অরুন তরুণ মেখে
রঙিন নূপুর বাজাও তোমার বুকে।
সবকিছু দূরে ঠেলে
গৃহলক্ষ্মী ঘরে এলে,
শতো সহস্র কাঞ্চনে
রাখিবো চির যতনে।
মাধবী, ফিরে চাও, ছেড়ে এসো যন্ত্রণা সারি সারি
বক্ষপিঞ্জরে রবে তুমি, আজন্ম কামনার নারী।