Skip to content

৩রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মুখ ও মুখোশ 

একটি মুখ লুকিয়ে অনেক মুখোশের আড়ালে-  
বিভ্রান্ত হচ্ছে সমাজ, প্রতারিত তার মানুষগুলো, 
বাহারি রংয়ে বিভিন্ন ঢংয়ে গিরগিটিও হার মানে 
মেকআপে ঢেকে যায় মুখ, উপস্থাপিত সব নকল। 

 

লোলুপে লোপ পায় বুদ্ধি, প্রশ্নবিদ্ধ আত্মসম্মান! 
মরীচিকা উৎসর্গ হয়ে ধ্বংস করে সমাজ সভ্যতা,
পারফিউমের কাছে হেরে যায় মানবিক পবিত্রতা,
বিশৃঙ্খলার অন্তরালে নিমজ্জিত হয় শান্তির বাণী। 

 

প্রতিবাদী হও হে মানুষ, খুলে দাও লালিত মুখোশ 
রক্ষা করো পরিবেশ, নইলে বিধাতা হবে নাখোশ।

 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ