Skip to content

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রাবণের বারি

শ্রাবণের আকাশটা ছেয়ে গেছে মেঘে
দখিনা বাতাস বয় শন শন বেগে
আকাশটা কালো করে বৃষ্টিও ঝরে
বৃষ্টির শেষে মেঘ গেছে দূরে সরে।

পথঘাট স্যাঁতসেঁতে জমে গেছে কাদা
পায়ে চলা পথে জল হয়ে আছে বাধা
থেমে থেমে বৃষ্টিও হয় লাগাতার
মাঠে ঘাটে ব্যাঙগুলো ডাকছে আবার।

আঙিনাতে শিশুদের কি যে কলরব
হেসে খেলে বয়ে চলা খাঁটি শৈশব
বনে বনে ফুল পাখি ভিজে একাকার
ক্ষণে ক্ষণে বৃষ্টিতে ভরে চারিধার।

বৃষ্টির ফোটা যেন শিশিরের জল
রোদের কিরণ লেগে করে টলমল
আকাশটা দিনভর ডাকে গর গর
বিকট শব্দে কাঁপে বুকের ভেতর।

মাঝে মাঝে বৃষ্টির সাথে পড়ে শিল
ভয়ানক রূপে তারে লাগে আযাযিল
বৃষ্টির জলটুকু কি যে নির্মল
তাতে ভিজে দেহ মন হয়েছে শীতল।

অনন্যা/এআই

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ