Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিস্তব্ধ কান্না

অধিক শোকের কাতর নিস্তব্ধ কান্নারা
বিহ্বল শোকে শোকাভিভূত
জমাট বাঁধা কষ্টের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলো
বদ্ধ সেলের বন্দিত্বে সদা বাকরুদ্ধ।

 

বোবা কান্না হয়ে ফ্যালফ্যাল চোখে নির্বিকার
মরুভূমির শুষ্কতা অশ্রুহীন দু'চোখে
কথার সমুদ্রটা শুধুই বালিময় শূন্য উদ্যান 
একজোড়া ঘুঘু এসে নাচে মনের বারান্দায়।

 

মেঠোপথের ধারে ধূসর ধুলোর স্তুপে আবরিত
অযত্ন অবহেলায় বাড়ন্ত সুখচ্ছবি
অশান্ত আত্মারা বড় নিশ্চুপ আজ
মিলিয়েছে চপলতা সব আমবস্যার আঁধারে।

 

দীশাহীন শূন্যে ভাসে আশাহীন দৃষ্টি
স্বপ্নগুলো তার মরিচিকার পশ্চাতে মগ্ন
রক্ত লাল অশ্রুবিহীন নেত্রদ্বয়ে রাজ্যের হতাশা
পিঞ্জর ছেদ করে বেরোতে চায় নিস্তব্ধ কান্নারা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ